স্পোর্টস ডেস্ক:
স্পেন রাশিয়া বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে গেছে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দল। শনিবার ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের ‘জি’ গ্রুপের ম্যাচে আরেক শক্তিধর দল ইতালিকে ৩-০ গোলে হারিয়েছে ২০১০ বিশ্বকাপ জয়ী দলটি। জোড়া গোল করেছেন রিয়াল মাদ্রিদের প্লেমেকার ইসকো। আলভারো মোরাতা দলের অপর গোলটি দিয়েছেন। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় স্পেন। ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেন ইসকো। ৪০ মিনিটে আবার গোল পায় দলটি। আবারও সেই ইসকো। আন্দ্রেস ইনিয়েস্তার কাঁচ থেকে বল পেয়ে ডান প্রান্তে ডি বক্সের বাইরে রিয়াল মাদ্রিদ প্লে মেকার।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করতে আক্রমণের ধারা বাড়ায় স্পেন। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল পায়নি দলটি। উল্টো ৭৭তম মিনিটে সের্জিও রামোসের ক্রস থেকে বল পেয়ে গোল করেন মোরাতা। ‘জি’ গ্রুপে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। সমান সংখ্যক ম্যাচে ইতালির পয়েন্ট ১৬। গোল পার্থক্যেও অনেক পিছিয়ে দলটি। আর ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে আলবেনিয়া। এ গ্রুপের অপর ম্যাচে আলবেনিয়া লিখটেনস্টাইনকে ২-০ গোলে হারিয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি