১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

বরিশালে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

যথাযথ মর্যাদায় বরিশালে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শনিবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাতের ইমামতি করেন স্টিমারঘাট জামে মসজিদের ইমাম মাওলানা সিহাবউদ্দিন। নামাজ শেষে বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করে সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করা হয়। পরে মুসল্লিরা এক অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এখানে নামাজ আদায় করেন সিটি মেয়র আহসান হাবিব কামাল, হাইকোর্টের বিচারপতি নাজমুল আহসান মিজান, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, আওয়ামী লীগ নেতা কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। জামাতে নামাজের জন্য নারীদের জন্য রাখা হয় বিশেষ ব্যবস্থা। হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রধান জামাত ছাড়াও বরিশাল নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৮টায় প্রথম ও ৯টায় দ্বিতীয়, চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায়, কেন্দ্রীয় জামে কসাই মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায়, পুলিশ লাইনস্ জামে মসজিদে ৮টায় ও ৯টায়, বাংলাবাজার বায়তুল মামুন মসজিদে সকাল ৮টায়, মার্কাস মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও বরিশাল বিভাগের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ ময়দানে সকাল ৯টায়। বরিশাল নগরী এবং বিভাগের ৬ জেলায় সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২, ২০১৭ ১:২২ অপরাহ্ণ