২২শে জানুয়ারি, ২০২৫ ইং | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৫

শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পদ্মা পারের অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক:

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক যানবাহন পদ্মা পারের অপেক্ষায় রয়েছে। আজ সকাল থেকেই যানবাহনগুলো নদী পারের অপেক্ষায় রয়েছে।

জানা যায়, নাব্যতা সংকটের কারণে এ রুটে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে ১৫টি ফেরি চললেও পদ্মার তীব্র স্রোতের কারণে চালাতে হিমশিম খেতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, ঈদের দিন সকালে ঘাট এলাকায় পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। ঘাটে যাত্রীবাহী বাসের সংখ্যাই বেশি। ঢাকা থেকে আসা অনেক গাড়ি গন্তব্যে পৌঁছাতে না পেরে ফিরে গেছে।

প্রকাশ :সেপ্টেম্বর ২, ২০১৭ ১২:৫৪ অপরাহ্ণ