১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৫

রোহিঙ্গা গণহত্যা: নিউইয়র্কে মিয়ানমার কনসুলেট ঘেরাও

দৈনিক দেশজনতা ডেস্ক:

অবিলম্বে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো গণহত্যা বন্ধে আন্তর্জাতিক বিশ্বের কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতারা। মিয়ানমারের নির্যাতিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকার বর্ডার খুলে দেবার দাবিও আসে সমাবেশ থেকে। বৃহস্পতিবার (নিউইয়র্ক সময়) দুপুরে ম্যানহাটনে মিয়ানমার কন্সুলেটের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। খবর বার্তা সংস্থা এনা’র। বার্মা টাস্ক ফোর্স ইউএসএ আয়োজিত এই সমাবেশে বক্তব্য দেন টাস্ক ফোর্সের অন্যতম পরিচালক আদম ক্যারল, জুইস এলায়েন্স অফ কনসার্ন ওভার বার্মা এর পরিচালক সিমকা ওইনট্রাব, ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশন সভাপতি মুহাম্মদ  ইউসুফ, সাউথ এশিয়ান সলিডারিটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইমরান আনসারী প্রমুখ।

আদম ক্যারল বলেন, এতদিন রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাত বুদ্ধ ধর্মীয় জঙ্গিরা। আর গত সাত দিন হলো সরকারি নির্দেশনায় খোদ সেনাবাহিনী বাড়িঘর পুড়িয়ে দেয়ার পাশাপাশি গণহত্যা চালাচ্ছে। মিয়ানমার সরকারের এ বর্বোরোচিত হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক বিশ্বকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান ক্যারল আদম।

র‌্যাবাই সিমকা বলেন, মানবাধিকারের সব রীতিনীতি লঙ্ঘন করেছে মিয়ানমার সরকার। আমরা গণতান্ত্রিক বার্মার কাছে শান্তি নিরাপত্তা ও সহমর্মিতা আশা করি। রোহিঙ্গাদের এ হত্যাযজ্ঞ মেনে নেয়া যায় না।

রোহিঙ্গা নেতা মুহাম্মদ ইউসুফ বলেন, রাখাইন রাজ্যে যে নির্মমতা হচ্ছে তা বর্ণনা করার মতো নয়। অবিলম্বে মিয়ানমার সরকারকে এ হত্যা বন্ধ করতে হবে। তিনি বাংলাদেশ সরকারকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেবার আহ্বান জানান।

মানবাধিকার কর্মী ইমরান আনসারী বলেন, মিয়ানমারে শুধু সাধারণ হত্যাকান্ডই চলছে না সেখানে জাতিঘত নিধন অব্যাহত রয়েছে। রোহিঙ্গা মানবতার আর্তচিৎকারে নাফ নদী লাল বর্ণ ধারণ করেছে। তিনি অবিলম্বে রাখাইন রাজ্যে গণহত্যা তদন্তে জাতিসংঘকে তদন্ত দল পাঠানোর আহ্বান জানান। রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষায় অবিলম্বে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পাশাপাশি মিয়ানমারের প্রতি নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন সমাবেশ শেষে সর্বধর্মীয় প্রার্থনা পরিবেশন করেন মানবাধিকার কর্মী শাহানা মাসুম। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতিসংঘ সদর দপ্তরের সামনে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হবে বলে জানান মানবাধিকার সংগঠনের নেতারা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০১৭ ১২:৪৫ অপরাহ্ণ