২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৩

আমিরাতে উৎসব আমেজে পালিত হচ্ছে ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক:

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ (শুক্রবার) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ নামাজ ও পশু কোরবানির মধ্যদিয়ে পালন করবে ধর্মীয় দ্বিতীয় বৃহত্তম এ উৎসব। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির এ রেওয়াজ চালু হয়। মহান আল্লাহপাকের প্রতি আনুগত্য এবং তাঁরই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানি ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। ইতোমধ্যে আমিরাতে অবস্থিত প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি, ভারতসহ অনেকে তাদের সাধ্য ও সামর্থের মধ্যে পছন্দের গরু, ছাগল বা অন্য কোনো হালাল পশু ক্রয় করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত সাপ্তাহিক ছুটি-সহ চার দিনের সরকারি ছুটি চলছে। বেসরকারি খাতে ছুটি চলছে তিনদিন। আমিরাতজুড়ে ঈদের জামাতের সময় সূচি আবুধাবি- ৬টা ১৭ মিনিট, দুুুবাই- ৬টা ২০ মিনিট, শারজাহ- ৬টা ১৮ মিনিট, আজমান- ৬টা ১৭ মিনিট, ফুজাইরাহ- ৬টা ১৫ মিনিট, উম্মে আল কুইন- ৬টা ১৮ মিনিট ও রাস আল খাইমা- ৬টা ১৬ মিনিট।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০১৭ ১১:৫৪ পূর্বাহ্ণ