১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৫

বগুড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগ

বগুড়া প্রতিনিধি:  

বগুড়ায় তুফান সরকারের ধর্ষণকাণ্ডের রেশ না কাটতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের আরেক নেতার বিরুদ্ধে এক কলেজছাত্রীকে টানা তিন বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাকরি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী ওই কলেজছাত্রীকে ধর্ষণ করেছেন। বুধবার রাতে ওই কলেজছাত্রী শাজাহানপুর থানায় মোরশেদুল বারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল জানান, নন্দীগ্রাম উপজেলার দুর্জয়পুরের স্বামী পরিত্যক্তা ওই নারী মামলাটি করেছেন। মামলায় সম্পর্কের সূত্র ধরে চাকরি ও বিয়ে করার প্রতিশ্রুতি দিলে মোরশেদুল বারীর সঙ্গে ওই কলেজছাত্রীর তিন বছর ধরে শারীরিক মেলামেশা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। পরে বৃহস্পতিবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি। তবে এ বিষয়ে মোরশেদুল বারীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ৬:২৫ অপরাহ্ণ