নিজস্ব প্রতিবেদক:
সূচকের টানা ঊর্ধ্বমুখী প্রবণতায় নতুন মাইলফলক অতিক্রম করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক। টানা উত্থানে বৃহস্পতিবার ডিএসইর সার্বিক মূল্য সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এর আগে ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর পুঁজিবাজারের সূচক ছিল ৬ হাজার ৫৫ পয়েন্ট। সেখান থেকে নানা চড়াই-উৎরাই অতিক্রম করে ৬ বছর পর নতুন করে রেকর্ড গড়েছে পুঁজিবাজার।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, সূচকের পাশাপাশি মূলধনের দিক থেকেও রেকর্ড সৃষ্টি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এবারই প্রথম ৪ লাখ ২ হাজার ৯০ কোটি ৮১ লাখ ৯ হাজার টাকায় অবস্থান করছে ডিএসইর বাজার মূলধন।
দিনশেষে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৮৫২ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার টাকা।
বৃহস্পতিবার ডিএসইর সার্বিক মূল্য সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৩৮ পয়েন্টে।
এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১০৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির। যা টাকায় লেনদেন হয়েছে ৬৪ কোটি ২৪ লাখ ৭৪ হাজার টাকা।
দৈনিক দেশজনতা /এমএইচ