স্পোর্টস ডেস্ক:
শুরু থেকেই উইকেট খুইয়ে ধুকতে থাকা বাংলাদেশকে বড় স্কোরের আশা দেখাচ্ছে তামিম ইকবালের ব্যাট। একপ্রান্ত আগলে রেখে বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছে তার ব্যাট।৭০ রানে চার উইকেট হারানোর পর মাহমুদ উল্লাহর সঙ্গে ৮৬ রানের জুটি বেধে এখনও ক্রিজে আছেন তামিম ইকবাল।স্কোর: বাংলাদেশ-১৫৭/৪, ওভার-৩১.১,তামিম:৬৪,মাহমুদুল্লাহ:৪৩
বৃষ্টির কারনে দ্বিতীয় দফায় খেলা বন্ধ আছে।
এম/এম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

