১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

১৮ হজ এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ১৮ হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। দুদকের উপপরিচালক জুলফিকার আলীকে এজেন্সিগুলোর বিরুদ্ধে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অনুসন্ধানের সার্বিক বিষয় তদারক করবেন দুদকের মহাপরিচালক মুনীর চৌধুরী। এর আগে ভিসা পাওয়ার পরেও ১৮ হজ এজেন্সির প্রতারণার কারণে ৯৮ হজপ্রত্যাশী এবার হজে যেতে পারেননি। এজেন্সিগুলোর বিরুদ্ধে হজক্যাম্পে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। ইতোমধ্যে ধর্ম মন্ত্রণালয় প্রতারক এজেন্সিগুলোর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ৩:১২ অপরাহ্ণ