২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৩৬

চবিতে ভর্তি পরীক্ষার আবেদন ১২ সেপ্টেম্বর শুরু

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ১২ সেপ্টেম্বর শুরু হবে। ওইদিন দুপুর ২ টা থেকে শুরু হয়ে ৪ অক্টোবর রাত ১২ টায় শেষ হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন পরিবর্তন ডটকমকে জানান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা চারটি ইউনিটে নেওয়া হবে। ‘সি’ ইউনিটের ভর্তি ২৬ অক্টোবর; ‘ডি’ ইউনিটের ভর্তি ২৭ অক্টোবর; ‘বি’ ইউনিটের ভর্তি ২৮ অক্টোবর; ‘এ’ ইউনিটের ভর্তি ২৯ অক্টোবর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞত্তি ও ভর্তি নির্দেশিকাসহ বিস্তারিত তথ্যাদি  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (http://admission.eis.cu.ac.bd) আগামী ১১ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ৫:০৫ অপরাহ্ণ