১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৭

রোহিঙ্গা নির্যাতন বন্ধে দূতাবাসে স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক:

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে এবং বাংলাদেশ থেকে ফেরত নেওয়ার দাবিতে ঢাকায় মায়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন। সংগঠনটির বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদের নেতৃত্বে ঢাকায় মায়ানমার দূতাবাসে বুধবার এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, কয়েকমাস ধরে চলমান রোহিঙ্গা নির্যাতন সবার নজর কেড়েছে। মায়ানমারের আর্মি অ্যাটাকের কারণে রাখাইন রাজ্যের হাজার হাজার মুসলিম রোহিঙ্গা ঘরবারি ছেড়েছে। শত শত রোহিঙ্গা নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষ মৃত্যুবরণ করেছে। অধিকন্তু কয়েক হাজার বাংলাদেশ ও মায়ানমার মধ্যবর্তী ‘নো ম্যানস ল্যান্ড’ এ অবস্থান করছেন। সেখানে তারা মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন।

স্মারকলিপিতে আরো বলা হয়, রোহিঙ্গা নির্যাতনের এ ইস্যুতে প্রতিবাদ করছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানসহ জাতি সংঘের বর্তমান মহাসচিব এবং জতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠনের (ইউএনএইচআরসি) প্রধানরা। একইসঙ্গে তারা এ সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন।

মায়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে স্মারকলিপিতে কয়েকটি দাবি জানিয়ে বলা হয়-

১. রাখাইন রাজ্য থেকে দ্রুত আর্মিসহ সরকারের অন্য বাহিনী প্রত্যাহার এবং নিযাতন বন্ধ।

২. নতুন করে কোনো রোহিঙ্গা যাতে আক্রান্ত না হয়।

৩. নির্যাতিত রোহিঙ্গাদের ন্যূনতম মৌলিক চাহিদার ব্যবস্থা করা।

৪. রোহিঙ্গা নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন করা এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার ব্যবস্থা করা।

৫. ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা।

৬. বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অবিলম্বে ফেরত নেওয়ার ব্যবস্থা করা এবং

৭. রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান করে এ সমস্যার দ্রুত কার্যকরি সমাধান করার জন্য পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় দূতাবাসে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, একলাস উদ্দিন ভূঁইয়া, সরওয়ার আহাম চৌধুরী, সৈয়দা শাহিন আরা লাইলী, মাহবুবুল ইসলাম, মুজিবুর রহমান, হাফিজুর রহমান পাটোয়ারি, রেজাউল করিম, মো. আবুল কালাম আজাদ, সঞ্জয় মণ্ডল এবং রিপন বাড়ৈ প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ৪:১০ অপরাহ্ণ