১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

লালমনিরহাটে জেএমবি’র আইটি কমান্ডার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নব্য জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের আইটি বিষয়ক সম্পাদক (কমান্ডার) রাকিবুল ইসলাম রাকিবকে (২৯) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম রশিদুল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাকিবকে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রাম থেকে গ্রেফতার করে।

রাকিব নব্য জেএমবির আইটি বিষয়ক সম্পাদক এবং দিনাজপুরের কান্তজীর মন্দিরে হামলার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। তিনি নাঙ্গা তরবারি, ৩১৩ বদরের সৈনিক.ফিদায়ি হামলা নামে ১৩টি ফেসবুক আইডির মাধ্যমে মানুষজনকে সরকারবিরোধী কর্মকাণ্ডে দাওয়াত দিয়ে আসছিলেন।

পুলিশ সুপার জানান, বুধবার দুপুরে রাকিবকে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে পাঠায় পুলিশ। তিনি হাতীবান্ধা উপজেলার কোরবান আলীর ছেলে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ৩:১০ অপরাহ্ণ