২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৩১

সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:

অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সিলেট নগরের টিলাগড় এলাকায় আবারো সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুটি পক্ষ। এ ঘটনায় টিলাগড়সহ আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণে সিলেট-তামাবিল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এরফলে দীর্ঘ যানজট লেগে যায় সড়কের উভয় পাশে। মঙ্গলবার রাত ৮টার দিকে পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে রাত ৯টার দিকে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিগবিদিক ছুটোছুটি করতে থাকেন পথচারীরা। আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলেন। অস্বাভাবিক হয়ে পড়ে সিলেট-তামাবিল সড়কে যানচলাচল। এদিকে অস্ত্রশস্ত্রসহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় টিলাগড় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে আশপাশ এলাকায়। মহানগর পুলিশের হজরত শাহপরাণ (রা.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ১০:১৯ পূর্বাহ্ণ