২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:২২

আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস আজ

শিল্পসাহিত্য ডেস্ক:

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের ৪৬তম অন্তর্ধান দিবস আজ বুধবার। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে ঢাকার আউটার সার্কুলার রোডের নিজ বাসায় গোপন ক্যাম্প স্থাপন করেন। এ কথা ফাঁস হয়ে গেলে ১৯৭১ সালের আজকের দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে চোখ বেঁধে গ্রেফতার করে নিয়ে যায়। তারপর আর খোঁজ মেলেনি তার। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ এ গানের কথা ও সুরের আবেগে রোপিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার বীজমন্ত্র। আর এ বীজমন্ত্র রোপণকারী সুরস্রষ্টা হলেন শহীদ আলতাফ মাহমুদ। শহীদ আলতাফ মাহমুদের পরিচিতি ছিল বৈচিত্র্যে ভরপুর। তিনি বরিশাল জেলার মুলাদীতে পাতারচর গ্রামে ১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। একদিকে তিনি ছিলেন গণসঙ্গীতের অদ্বিতীয় সঙ্গীতকার, সুর রচনা করেছিলেন শহীদুল্লাহ কায়সারের বাণী ‘আমার পুবে পুশ্চিমে/আকাশে বিদ্যুতে’, অন্যদিকে তিনি ছিলেন চলচ্চিত্র ও নৃত্যনাট্যের সঙ্গীত পরিচালক, এমন কী স্বাধীনতা যুদ্ধের বিপ্লবী সৈনিক।

আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস উপলক্ষে আজ তার নামে প্রবর্তিত ‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ দেয়া হবে। এবার এই পদক পাচ্ছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি অভিনেতা-নির্দেশক আলী যাকের ও বিশিষ্ট শিল্পী সমালোচক মফিদুল হক।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ৯:৪৩ পূর্বাহ্ণ