১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এ ঘটনায় গ্রেপ্তার সাফাত আহমেদ ও সাদমান সাকিফ। শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা আছে বলে প্রতীয়মান হয়। তবে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। আমরা শুক্রবার ভোরে আসামিদের পেয়েছি। ফলে বেশি জিজ্ঞাসাবাদ করতে পারিনি। রিমান্ডে এনে তাদের আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাতে সিলেটে গ্রেপ্তার হন সাফাত ও সাদমান। পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ দল রাত নয়টার দিকে জালালাবাদের একটি বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করে।

এম/এম

প্রকাশ :মে ১২, ২০১৭ ৪:৪০ অপরাহ্ণ