১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

সাতক্ষীরায় ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরা প্রতিনিধি:  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরার কুশখালি সীমান্তে তিনটি পিস্তলসহ গোপাল বিশ্বাস ( ৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে। কুশখালি ছয়ঘরিয়া সীমান্তে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপাল ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরুপনগর থানার খলসি গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে। বিজিবির ৩৮ ব্যাটালিয়ন এর উপ-অধিনায়ক মেজর আমিন জানান, আটকের পর তার দেহ তল্লাশি করে তিনটি ভারতীয় পিস্তল জব্দ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিজিবির কুশখালি বিওপির সুবেদার নাসির জানান, মেইন পিলার ১০ এর সাব পিলার ২ এর কাছে সীমান্তের ছয়ঘরিয়া থেকে তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিক নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করে। তার কাছে আরও পাঁচ বোতল মদ পাওয়া গেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ৪:১৫ অপরাহ্ণ