১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

সাফাত ৬ ও সাকিফ ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বনানীতে দুই তরুণীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া আসামি সাফাত আহমেদ এর ৬ দিন  ও সাদমান সাকিফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

বৃহস্পতিবার রাতে সিলেট থেকে আটক করা দুইজনকে আজ শুক্রবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশৈর কার্যালয়ে (ডিবি) নেওয়া হয়।

বনানীতে ‘দি রেইন ট্রি’ হোটেলে আটকে রেখে দুই ছাত্রীকে গণ ধর্ষণের ঘটনায় সিলেট থেকে গ্রেফতার সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ১০ দিনের রিমান্ডে চেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে উইমেন সাপোর্ট এনড ইনভেস্টিগেশন বিভাগ। এদিকে, ধর্ষণের শিকার ওই দুই ছাত্রী বৃহস্পতিবার আদলতে এ সংক্রান্ত স্বীকারোক্তিমূলক জবারবন্দি আদালতে দিয়েছেন।

N/R

প্রকাশ :মে ১২, ২০১৭ ৪:১৯ অপরাহ্ণ