৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:১১

মেডিকেলে ভর্তি ফি সরকারি নির্ধারণ অবৈধ না হওয়ার কারণ

নিজস্ব প্রতিবেদক:

হাইকোর্ট বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি ফি হিসেবে ১৯ লাখ ৯০ হাজার টাকা নিতে সরকারের দেয়া বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। মঙ্গলবার এ-সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।২০১৪ সালে বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি হিসেবে ১৯ লাখ ৯০ হাজার টাকা নির্ধারণ করে সরকার বিজ্ঞপ্তি দেয়। সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। সেই আবেদনের শুনানি শেষে আজ আদালত এই রুল জারি করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ৩:১৯ অপরাহ্ণ