১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

সারোয়ার-তামিম গ্রুপের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে ইয়াকুব হোসেন (৩৫) নামে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে । সোমবার সন্ধ্যায় আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, গ্রেপ্তার ইয়াকুবের নামে ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা রয়েছে। তিনি অনেক দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। র‌্যাবের গোপন সূত্রে জানা যায়, ইয়াকুব টঙ্গি মিরেরবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সেখানে তার একটি ওয়ার্কশপ আছে। গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান সনাক্ত করে সোমবার সন্ধ্যায় আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াকুবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ৩:০১ অপরাহ্ণ