২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০২

কি নামে ডাকব তোমায়?

শিল্পসাহিত্য ডেস্ক:

কবীর হাসান

মেয়ে, কি এমন যাদু আছে তোমার ভেতর?

এক নজর দেখেই আটকা পড়ে আছি

তোমার রুপের মায়াবী চুম্বকত্বে!

তুমিতো ভিঞ্চির তুলিতে আঁকা-

মোনালিসা নও,

নও জীবনানন্দ দাসের বনলতা সেন,

তবুও তোমার মাঝে খুঁজে পাই

রমণীর হাজারো চিত্রকে!

তোমার শুষ্ক ঠোটের এক চিলতে হাসিতে,

বিশ্ব নেশাময় চোখের দৃষ্টিতে,

আমি ডুবে মরছি সবার অজান্তে!

কোন উপমা নেই,

সাধ্য নেই তোমার রুপের বর্ণনা করার,

কি নামে ডাকব তোমায়?

ঘোর অন্ধকারে জ্যোৎস্নার আলো নয়,

বুকফাটা পিপাসায় বৃষ্টির জল নয়,

তোমার তুলনা শুধুই যে তুমি,

কি নামে ডাকব তোমায়?

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ১২:২৯ অপরাহ্ণ