১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৫

বুড়িমারীর সঙ্গে ১৬ দিন পর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক:

বন্যার পানিতে ভেঙে যাওয়া লালমনিরহাট-বুড়িমারীর একমাত্র রেলপথ সংস্কার কাজ শেষে বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে প্রায় ১৬ দিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় পার্বতীপুরগামী ৪৫৬নং সাধারণ ট্রেনটি হাতীবান্ধা রেলস্টেশনে প্রবেশ করে। যথারীতি পার্বতীপুরের দিকে  ছেড়ে যায়।

এর আগে গত ১৩ আগস্ট বন্যার পানিতে রেললাইনের মাটি ও পাথর সরে গিয়ে রেললাইনের প্রায় ৭০-৮০ ফুট দীর্ঘ মাটি ধসে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। ফলে বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। হাতীবান্ধা ও পাটগ্রাম এলাকার ট্রেন যাত্রীরা চরম বিপাকে পড়ে। এতে করে দুই উপজেলার কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে পড়ে। তবে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের কালীগঞ্জ উপজেলার ভোটমারী রেলস্টেশন পর্যন্ত ট্রেন যোগাযোগ স্বাভাবিক ছিল।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার নাজমুল ইসলাম বলেন, দ্রুতগতিতে সংস্কার কাজ শেষে বুড়িমারীর সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ