১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

২০১৭-১৮ শিক্ষাবর্ষে হাবিপ্রবিতে ভর্তির আবেদন শুরু ১৭ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ হয় । বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলবে । আগামী ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) অথবা মোবাইলে এসএমএসের মাধ্যমে আবেদন ফরম পূরণ ও ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রকেটের’ মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা ও শর্তাবলীসহ বিস্তারিত তথ্যসহ ভর্তি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd/notice board) পাওয়া যাবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ১২:১১ অপরাহ্ণ