২৪শে জানুয়ারি, ২০২৬ ইং | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:২০

ব্রাহ্মণবাড়িয়ায় ফিলিং স্টেশনের ছাদ ধসে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৪ জন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়সার জানান, দুপুর ৩টার দিকে হঠাৎ করে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে পড়ে। এ সময় ছাদের নিচে ৮/১০ জন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ওসি বদরুল আলম তালুকদার জানান, নির্মাণাধীন সায়রা ফিলিং স্টেশনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও র‌্যাব সদস্যরা।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৭ ৭:৫২ অপরাহ্ণ