নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলগাঁয়ের সিপাহীবাগে নুপুর (২৭) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান তার স্বামী।
সোমবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নুপুর পটুয়াখালি সদর উপজেলার দুলাল মিয়ার মেয়ে।
জানা যায়, নুপুরের স্বামীর নাম কিরণ। সে গাজিপুরে তার ১ম স্ত্রীকে নিয়ে থাকতো। মাঝেমধ্যে তিনি নুপুরের বাসায় আসতো। নুপুর তার দ্বিতীয় স্ত্রী। এটি তাদের দুজনেরই ২য় বিয়ে। নুপুরের আগের ঘরের এক ছেলেকে নিয়ে সিপাহীবাগে ওই বাসায় ভাড়া থাকতো।
স্বামী কিরণ জানান, গতকাল রাতে তিনি নুপুরের বাসায় আসেন। তবে বাসায় নিয়মিত না আসায় রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর তারা দুজনই ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে ঘুম থেকে উঠে স্বামী কিরণ বিছানায় নুপুরকে দেখতে না পেয়ে পাশের রুমে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া পায়। দরজা ভেঙ্গে তাকে ফ্যানের সাথে শাড়ি বেধে গলায় ফাঁস দিয়ে ঝুলছে দেখতে পায় কিরণ। পরে তাকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক নুপুরকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ