২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৬

চ্যাম্পিয়ন্স ট্রফির অল্পসংখ্যক টিকেট বাকি

স্পোর্টস ডেস্ক:

আর মাত্র কয়েকদিন পরই পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের। আগামী এক জুন বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইসিসির এই মেগা ইভেন্ট। ক্রিকেটপ্রেমীরা তাই উচ্ছ্বাস আর উন্মাদনার শেষ নেই। যার প্রভাব পড়েছে টিকিটের বাজারেও।এ প্রসঙ্গে টুর্নামেন্ট পরিচালক স্টিভ এলওর্দি বলেন, ‘টিকেটের জন্য ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা অবাক করার মতো। যার প্রমাণ কিছু ম্যাচের অল্পসংখ্যক টিকেট বাকি আছে। এই টিকেটগুলো কেনা যাবে আইসিসির ওয়েবসাইট থেকে। ’জানা গেছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের টিকেট বাজারে ছাড়ার এক সপ্তাহের মাথায়ই ১৫ হাজারের বেশি সংখ্যক টিকেট বিক্রি হয়েছে। সবচেয়ে বেশি চাহিদা ইংল্যান্ড ও ভারতের ম্যাচগুলোর টিকেটের।এরই মধ্যে গ্রুপ পর্বে ভারত ও ইংল্যান্ডের প্রতিটি ম্যাচের প্রায় সবগুলো টিকেট বিক্রি হয়ে গিয়েছে। কেবল মাত্র ৬ জুন কার্ডিফে অনুষ্ঠেয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের সীমিত সংখ্যক টিকেট বাকি রয়েছে। এছাড়া বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচেরও টিকেট শেষ। অন্যদিকে, ৪ জুন বার্মিংহামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে যাবে তা অনুমিতই।চ্যাম্পিয়ন্স ট্রফির মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর টিকেটের জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছিলো গেল বছর সেপ্টেম্বর থেকে। এরপর ৬০টি দেশ থেকে ছয় লাখ ক্রিকেটপ্রেমী টিকেটের জন্য আবেদন করেছেন।

এন/এইচ=দেশ জনতা

প্রকাশ :মে ১২, ২০১৭ ৩:১১ অপরাহ্ণ