১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৫

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ফটোকপির মার্কেট

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া শহরের সিটি সেন্টার মার্কেট সংলগ্ন ফটোকপি মার্কেটের ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ফটোকপির মেশিন, বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য মালামালসহ প্রায় অর্ধকোটি  টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। রবিবার দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বিজয় ফটোস্ট্যাটের মালিক বিজয় জানান, আগুনে দোকানে থাকা ফটোকপি মেশিন, জেনারেটর ও ব্যবহারের কাগজপত্র পুড়ে গেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৭ ১১:৪৯ পূর্বাহ্ণ