১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ঘরমুখো মানুষের চাপ

মাদারীপুরের প্রতিনিধি:

ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে। সোমবার ভোরের আলো ফুটতে না ফুটতে লঞ্চ, স্পিডবোট এবং ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। যাত্রীদের সুবিধার্থে এবারো শিমুলিয়া ঘাটের পাশাপাশি পুরোনো কাওড়াকান্দি লঞ্চঘাটটি চালু রাখা হয়েছে।  কর্তৃপক্ষ জানিয়েছে এদিকে যাত্রী হয়রানি বন্ধে নজরদারি বাড়িয়ে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম নিয়মিত পরিচালিত হবে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতের অন্যতম প্রধান নৌপথ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১৭টি ফেরি, ৮৭টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করে। ঈদে যাত্রীদের নিরাপত্তায় সিসি টিভি ক্যামেরার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন শতাধিক সদস্য মোতায়েন রয়েছে। সরেজমিনে দেখা গেছে, ঢাকায় নেওয়ার জন্য ট্রাকভর্তি গরুর গাড়ির চাপ ঘাট এলাকায় অনেক বেড়েছে। এ ছাড়া ঘাটের উভয়পাড়ে দু’শতাধিক যানবাহন পারপারের অপেক্ষায় রয়েছে। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের বিআইডব্লিউটিএ’র টার্মিনাল পরিদর্শক এবিএস মাসুদ জানান, নৌপথে দুর্ঘটনা এড়াতে প্রশাসনের সবাই তৎপর রয়েছে। নৌপথে নিয়মিত নৌপুলিশ টহল দিচ্ছে। এ ছাড়া কেউ যাতে অতিরিক্ত যাত্রী বহন না করতে পারে, প্রশাসন সে ব্যাপারেও সর্তক রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৭ ১১:৪৩ পূর্বাহ্ণ