১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৯

খিলগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম নুপুর (২৮)। সোমবার ভোরে তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে। এছাড়া লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মৃতের বাড়ি পটুয়াখালী জেলায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভোর চারটার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগের বাসায় ঘরের আড়ার সঙ্গে নুপুর ফাঁস দেন বলে জানান তার স্বামী কিরন। পরে কিরন তার স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় ভোর ছয়টার দিকে তার মৃত্যু হয়।

বাচ্চু মিয়া আরও জানান, নুপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমনটা বলা হলেও তার গলায় কোনো আঘাতের চিহ্ন নেই। এজন্য হাসপাতালের পুলিশ মৃতের স্বামীকে আটক করেছে ঢাকা মেডিকেল কলেজ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৭ ১১:৩০ পূর্বাহ্ণ