২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:০৩

২৬০ রানেই অল আউট স্বাগতিক বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৬০ রানেই অল আউট হয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। সকালের ব্যাটিং বিপর্যয়ের মতো শেষটাও হয়েছে ভয়ানক। টপ অর্ডার ও লোয়ার নিদারুণ ব্যর্থ। সাকিব আল হাসান (৮৪) ও তামিম ইকবালের (৭১) লড়াই ছাড়া আর কেউই লড়ার জন্য দাঁড়াতে পারলেন না। অসি বোলারদের সামনে সাকিব-তামিম ছাড়া বাকিরা একরকম অসহায় আত্মসমর্পণই করলেন। সকালে ১০ রানে প্রথম ৩ উইকেট পড়েছে। এরপর শেষ বিকেলে ২০ রানে পড়েছে শেষ ৪ উইকেট।

 টস জিতে আগে ব্যাট করে শুরুতেই বড় ধাক্কা খায়। তামিম-সাকিব দুই বন্ধু মিলে ১৫৫ রানের জুটি গড়েছিলেন চতুর্থ উইকেটে। দুজনই সেঞ্চুরির সুবাস পেয়েও ম্যাজিক ফিগারটা না পেয়ে ফিরেছেন আক্ষেপ নিয়ে। যদিও বাজে অবস্থা থেকে দলকে টেনে তোলার কাজটা বেশ ভালোভাবেই করেছেন দেশের দুই সেরা তারকা। প্রথম দিনের পুরোটা তো খেলা হলোই না, চা বিরতির পর ধসে ৭৮.৫ ওভারেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৫:২৮ অপরাহ্ণ