২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫০

পাটুরিয়ায় পারাপারের অপেক্ষমান রয়েছে ৫ শতাধিক যানবাহন

নিজস্ব প্রতিবেদক:

পাটুরিয়া-দৌলতদিয়া হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম নৌ-পথ। আর কয়েকদিন বাদেই ঈদ। ঈদ যত কাছে চলে আসছে পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ তত বাড়তে শুরু করেছে। নদীতে স্রোত থাকায় ফেরি চলাচল স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় ব্যয় হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ার উভয় ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া ফেরি ঘাটে পারাপারের জন্য অপেক্ষমান রয়েছে প্রায় ৫ শতাধিক যানবাহন। আজ রোববার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া ঘাটে ফেরি পারাপারে গাড়ির চাপ বাড়তে থাকে। অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট শাখার উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নদীতে স্রোতের কারণে ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। ফেরি পারাপারে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৪ টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজ চলছে। এ নৌরুট পারাপারের জন্য পাটুরিয়া ঘাটে কয়েক শতাধিক যানবাহন অপেক্ষমান রয়েছে বলে জানান তিনি।

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৫:০৮ অপরাহ্ণ