১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

নেতানিয়াহুর বিচারের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবিলম্বে বিচারের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। রোববার দুর্নীতির দায়ে নেতানিয়াহুর বিচারের দাবিতে পেতাহ্ টিকভা নগরীতে এ বিক্ষোভ হয়। ইহুদিবাদী ইসরাইলের অ্যাটর্নি জেনারেল আভিচাই মানদেলব্লিতসের বাসভবনের বাইরে এ বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা দাবি করেন, মানদেলব্লিতস নেতানিয়াহুর বিচারে অযথা সময় নষ্ট করছেন। ‘মামলা ১০০০’ এবং ‘মামলা ২০০০’ নামে পরিচিত দু’টি তদন্ত চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। নেতানিয়াহু বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে কথিত উপহার নিয়েছেন বলে প্রথমটিতে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া, তার সপক্ষে প্রচারণা চালানোর বিনিময়ে ইসরাইলি একটি দৈনিককে সুবিধা পাইয়ে দিয়েছেন বলে দ্বিতীয় তদন্তে সন্দেহ করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ২:৪০ অপরাহ্ণ