১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

ফরিদপুরে ইয়াবাসহ মা-ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের মধুখালী পৌরসভা থেকে ইয়াবা ও মদসহ মা-ছেলেকে আটক করেছে র‌্যাব-৮ সদস্যরা। শনিবার দিবাগত রাত একটার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের আব্দুল মজিদ খানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রবিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৮ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রইচউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মধুখালী পৌরসভার মধুপুরের ২নং ওয়ার্ডের আব্দুল মজিদ খানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৮ সদস্যরা। এ সময় মজিদ খানের বাড়ির একটি রুমের মধ্যে থাকা সিন্দুক থেকে ৩১৫০ পিস ইয়াবা, বিদেশি মদ, নিষিদ্ধ ওষুধ, নগদ ৭৭ হাজার টাকাসহ মজিদ খানের স্ত্রী রোকেয়া বেগম ও ছেলে সামাদ খানকে আটক করা হয়। পরে তাদের মধুখালী থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, আটকরা মাদক চোরাকারবারী। তারা দীর্ঘদিন ধরে মধুখালী থানা এলাকায় বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ১:৩৪ অপরাহ্ণ