১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

মাহমুদউল্লাহ ব্যর্থ, হারলো জ্যামাইকা

নিজস্ব প্রতিবেদক:

দেশের মাটিতে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট লড়াইয়ে নেমেছে বাংলাদেশ জাতীয় দল, তখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে জ্যামাইকা তালাওয়াশের হয়ে সিপিএল খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত ম্যাচে ব্যাটিং দেখানোর সুযোগ পাননি। এবার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না মাহমুদউল্লাহ। তার ব্যর্থতার দিনে শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৩৬ রানে হারলো জ্যামাইকা।

টসে জিতে এদিন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জ্যামাইকা। তবে মাহমুদউল্লাহকে বোলিংয়ে আনেননি জ্যামাইকা অধিনায়ক কুমার সাঙ্গাকারা। নাইটদের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম বলেই সুনিল নারিন আউট হয়ে যান। তবে ব্রেন্ডন ম্যাককালামের ৬২ বলে ৯১ রানের টর্নেডো ইনিংসে ৬ উইকেটের ২০৮ রানের বড় সংগ্রহ পায় ত্রিনবাগো। এছাড়া কলিন মুনরো ৪২, ড্যারেন ব্র্যাভো ২৮ রান করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২ রানেই গ্লেন ফিলিপসকে হারায় জ্যামাইকা। এরপর ৮৫ রানের দারুণ জুটি গড়েন লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা এবং অপর ওপেনার ল্যান্ডি সিমন্স। বুড়ো সাঙ্গাকারা ৩৬ বলে ৬ চার এবং ২ ছক্কায় ৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তিনিই তার দলের সর্বোচ্চ স্কোরার। ব্যাটিং করার সুযোগ পেয়েও ১১ বলে ৬ রান করে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। এছাড়া সিমন্সের ৩২, পাওয়েলের ৩১ আর ম্যাকার্থির ২১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উকেটে ১৭২ রানেই থামতে হয় তাদের। ৩৬ রানের দারুণ জয় পায় ত্রিনবাগো নাইট রাইডার্স।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ১২:৪১ অপরাহ্ণ