১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:৫৩

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে বাংলা একাডেমির কর্মসূচি

শিল্পসাহিত্য ডেস্ক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি নানা কর্মসূচি গ্রহণ করেছে। একাডেমি প্রাঙ্গণে রোববার দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হবে।

সকাল ৭টায় বাংলা একাডেমির পক্ষ থেকে জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে স্বাগত বক্তৃতা দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। অধ্যাপক সৌমিত্র শেখর কাজী নজরুল ইসলামের বিষয়ে একক বক্তৃতা দেবেন।

সন্ধ্যায় নজরুল সংগীত পরিবেশন করবেন খ্যাতিমান শিল্পীরা।

প্রকাশ :আগস্ট ২৬, ২০১৭ ৮:২৬ অপরাহ্ণ