১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৪

বীরগঞ্জে সততা ষ্টোরের উদ্বোধন করেন ইউএনও

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি-

দিনাজপুরের বীরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা ষ্টোরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার।  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন দুর্নীতি দমন কমিশনের আর্থিক সহযোগিতায় ২৬ আগষ্ট শনিবার সকালে বীরগঞ্জ ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন প্রঙ্গনে সততা ষ্টোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভপতি আলহাজ্ব মঈন উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমন্বিত দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আব্দুল করিম, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ মোঃ হামিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু হুসাইন বিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বীরগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু সামা মিয়া ঠান্ডু, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ খালেক, বিমল চন্দ্র দাস, নির্বাহী সদস্য-ইয়াকুব আলী বাবুল, সাংবাদিক আবেদ আলী ও অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ সায়েম ও প্রভাসক নজরুল ইসলাম খান বুলু।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৬, ২০১৭ ৬:৫৬ অপরাহ্ণ