আন্তর্জাতিক ডেস্ক:
ব্রিটেন ও অস্ট্রেলিয়া যদি দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ মহড়ায় যোগ দেয় তবে তাদেরকে ‘দুঃখজনক পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে উত্তর কোরিয়া।
কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আগ্রাসন চালানোর প্রস্তুতি হিসেবে উল্লেখ করে বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও তার ক্রীড়নকেরা যদি ‘মৃত্যু এড়াতে চায়’ তাহলে যেন তারা ‘বিচক্ষণতার’ সঙ্গে সিদ্ধান্ত নেয়।’
যৌথ সামরিক মহড়ার প্রতি ইঙ্গিত করে আরো বলা হয়, ‘বাস্তবতা প্রমাণ করছে উত্তর কোরিয়ায় আগ্রাসন চালানোর সিদ্ধান্ত থেকে সরে যায়নি যুক্তরাষ্ট্র এবং দেশটির ক্রীড়নকেরাও পিয়ংইয়ংয়ের ওপর হামলা চালানোর পাঁয়তারা করছে।’
কেসিএনএ’র বিবৃতিতে আরো বলা হয়েছে, ব্রিটেন এবং অস্ট্রেলিয়াকেও ‘উত্তর কোরিয়া-বিরোধী’ সামরিক মহড়ায় নামার জন্য আস্ফালন করতে দেখা যাচ্ছে। কিন্তু তাদের জানা উচিত তারা এ মহড়ায় যোগ দিলে ‘দুঃখজনক পরিণতির’ মুখোমুখি হবে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়া গত ২১ আগস্ট শুরু হয়েছে এবং তা চলতি মাসের শেষ নাগাদ চলবে। গত বছরের মহড়ায় অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, কলম্বিয়া ও নেদারল্যান্ড যোগ দিয়েছিল।
উত্তর কোরিয়া কয়েকদিন আগেও একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, এবার যদি দেশটি এ মহড়ায় যোগ দেয় তাহলে তা হবে তার ‘আত্মহত্যার’ শামিল।
দৈনিক দেশজনতা /এমএইচ