১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

সুইজারল্যান্ডে ভূমিধস: নিখোঁজ ৮

আন্তর্জাতিক ডেস্ক:
সুইজারল্যান্ডে ভূমিধসের পরে ৮ জন ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভাল বোনদাস্কা এলাকায় ভূমিধসের পরে কয়েকটি গ্রামের মানুষ সরিয়ে নেয়া হয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে জার্মান, অস্ট্রিয়ান ও সুইস নাগরিক রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধার অভিযান পরিচালনায় একটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ইতালি সীমান্তের কাছাকাছি বন্দো গ্রাম থেকে ১০০ জনের মতো মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। ভূমিধসে বেশ কয়েকটি খামার বাড়ি ধ্বংস হয়ে গেছে ভূমিধসে।
বাসিন্দাদের পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সেখানে ফিরতে নিষেধ করা হয়েছে। পর্বতারোহীদের আকাশপথে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। বিবিসি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ৬:২১ অপরাহ্ণ