১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

বেপরোয়া বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি:  

চট্টগ্রামের ষোলশহর এলাকায় বেপরোয়া একটি বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হবার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় এই ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ জহির জানান, গুরুতর আহত অবস্থায় ছাত্রীটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পাচলাইশ থানার এসআই মোহাম্মদ ইসমাইল জানান, নিহত শিক্ষার্থীর নাম সানোয়ারা ইয়াসমিন তিন্নী। সে চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। এসআই মোহাম্মদ ইসমাইল আরো জানান, নগরীর খুলশী এলাকার বাসা থেকে কোচিং করতে যাওয়ার সময় বেপরোয়া একটি বাস তাকে চাপা দেয়।  তিনি জানান, বাসটিকে থামার জন্য সেখানকার কর্তব্যরত পুলিশ সদস্যরা সংকেত দিয়েছিল। কিন্তু চালক সংকেত না মেনে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এই ঘটনা ঘটে। বাস ও এর চালককে আটক করে পাচলাইশ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ৪:৪১ অপরাহ্ণ