১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

সোনালী ব্যাংক কর্মকর্তা টাকা আত্মসাতের দায়ে গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশন (দুদক) টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের রাজশাহীর তানোর শাখার সিনিয়র অফিসার হাসান মোহাম্মদ খালেদুল হককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়। দুদকের রাজশাহীর উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে তানোর থানায় ১৮ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা করার পর ব্যাংক কর্মকতাকে আটক করা হয়। সোনালী ব্যাংক তানোর শাখার ম্যানেজার জিল্লুর রহমান বলেন, মোট দুটি মামলা হয়েছে। মামলার আসামি করা হয়েছে ব্যাংক কর্মকতা হাসান মোহাম্মদ খালেদুল হক ও আইটি কর্মকতা নাজির হোসেন রানাকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ