১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর পিছিয়ে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক:

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ছিলো। নতুন খবর হলো পাঁচ মাস পিছিয়ে যাচ্ছে সেই সিরিজ। ইএসপিএন ক্রিকইনফো  জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে র‍্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকায় একই সময়ে ২০১৯ বিশ্বকাপের বাছাই খেলতে হবে। তাই ক্রিকেট উইন্ডিজ বিসিবির কাছে সিরিজ পেছানোর প্রস্তাব দিয়েছে, বিসিবিও তাতে রাজি। ক্রিকেট উইন্ডিজের দেওয়া প্রস্তাব চূড়ান্ত হলে ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলতে যাবে। সাকিবরা এতে অবশ্য খানিকটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন। টাইগারদের নির্ধারিত সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফর হলে টানা খেলার মধ্যে পড়তে হতো। বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজ শেষ করে সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় খেলা আছে। নভেম্বরে ঘরোয়া টি-টুয়েন্টির আসর বিপিএল মাঠে গড়াবে। বিপিএল শেষ করতেই শ্রীলঙ্কা আসবে বাংলাদেশ এ ফিরতি সিরিজ খেলতে। মার্চে আবার শ্রীলঙ্কায় গিয়ে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে মাশরাফিদের একটি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টও রয়েছে আলাপ-আলোচনায়।

স্বাগতিক ইংল্যান্ডসহ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাঙ্কিংয়ে থাকা সেরা আটদল সরাসরি ২০১৯ বিশ্বকাপ খেলবে। নয় নম্বরে থাক ওয়েস্ট ইন্ডিজ থেকে বেশ খানিকটা এগিয়ে আটে থাকা শ্রীলঙ্কা। বাংলাদেশসহ বাকিরা তো ধরাছোঁয়ার বাইরেই। এই সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগুনো ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রায় অসম্ভব। গেইলরা বাস্তবতা মেনে নিয়েই বাছাই পর্ব খেলার প্রস্তুতি নিচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ৩:২৬ অপরাহ্ণ