১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৯

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি:

আদালত স্ত্রীকে হত্যার দায়ে এনামুল হক নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার এক জনাকীর্ণ আদালতে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ হায়দার আলী এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জেলার পীরগঞ্জ উপজেলার জসাইপাড়া গ্রামের মৃত তজিব উদ্দীনের ছেলে এনামুল হক। ২০১১ সালের ২০ এপ্রিল তিনি স্ত্রী সালমা বেগমকে নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে যান। ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় মেয়ের বাড়ি থেকে ফেরার পথে স্ত্রী সালমা বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং লাশ গুম করতে শ্যামপুর এলাকায় মাটিচাপা দেন। ঘটনার ৪দিন পর ২৫ এপ্রিল পুলিশ বাড়ির অদূরে শ্যামপুর এলাকা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় সালমার লাশ উদ্ধার করে। এ ঘটনায় সালমা বেগমের ভাই সফির উদ্দীন বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এনামুলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। পরবর্তীতে এনামুল দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দেয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ২:৫৫ অপরাহ্ণ