নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ৩১ মার্চ, ২০১৭ সমাপ্ত অর্থবছরের চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য সময়ে কোম্পানিটি ৫০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর আগে কোম্পানিটি ৪৫০ শতাংশ অর্ন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

