নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছে। সে তুলনায় নতুন হল নির্মাণ বা পুরাতন হলের সংস্কারের খবর অনেকটা অমাবস্যায় চাঁদ দেখার মতো। তেমন চমক দিয়েই মুন্সিগঞ্জের সিরাজদিখানে চালু হচ্ছে নতুন সিনেমা হল।
পিক্স সিনেপ্লেক্স নামের মাল্টিপ্লেক্স চেইন নিজেদের ফেসবুক পাতায় বৃহস্পতিবার সকালে এ ঘোষণা দিয়েছে। এতে জানানো হয়, মহাসমারোহে ৩১ আগস্ট থেকে সিনেপ্লেক্সটি চালু হবে।
এ সিনেপ্লেক্সে দুটি পর্দায় ভিন্ন ভিন্ন সিনেমা দেখতে পাবেন দর্শক। এছাড়া রয়েছে রেস্টুরেন্ট ও অন্যান্য সুবিধা। প্রযুক্তিগতভাবে হাল সময়ের প্রদর্শনী ব্যবস্থা রাখা হয়েছে। টু থ্রিডির পাশাপাশি দেখা যাবে থ্রিডি সিনেমা।
পিক্স সিনেপ্লেক্স কোম্পানি সারাদেশব্যপী সিনেপ্লেক্স বানানোর পরিকল্পনা ঘোষণা দেয় বছর দুয়েক আগে। সে পরিকল্পনা এবার আলোর মুখ দেখছে। এর আগে চলতি বছরের এপ্রিলে খুলনার খালিশপুরে চালু হয় লিবার্টি সিনেপ্লেক্স। পুরনো প্রেক্ষাগৃহের স্থলে নির্মিত বাণিজ্যিক ভবনে চালু হয়েছে এ মাল্টিপ্লেক্স।
দৈনিক দেশজনতা /এমএইচ