২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৫৮

শ্যামপুর বিএনপি সদস্য পদ নবায়ন অনুষ্ঠানে পুলিশী বাধা :বিএনপি মহাসচিবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক:

আজ বিকেল ৩টায় বিএনপির বানিজ্যিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদে এর শ্যামপুর-কদমতলীস্থ বাসভবনে অনুষ্ঠিতব্য  বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে পুলিশ বাধা দিয়ে অনুষ্ঠান  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দা জ্ঞাপন করেন এবং প্রতিহিংসামূলক আচরন বলে অভিহিত করেন।

তিনি বলেন,বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের ব্যাপক সাফল্যে ইর্ষানিত হয়েই সরকার দেশব্যাপি বিএনপির  এই ধরনের শান্তিপূর্ন কার্যক্রমে পুলিশী ও দলীয় ক্যাডারদের দিয়ে বাধা প্রদান করে পন্ড করে দিচ্ছে।

তিনি আরো বলেন, যেদেশে স্বয়ং নির্বাহী বিভাগ দেশের সর্বোচ্ছ আদালতের রায়ের বিরুদ্ধে বিষেদাগার করে, সেদেশে যে আইনের নূন্যতম শাসন নাই তা সহজেই অনুমান করা যায়। আসলে সরকারের আচরনে এটি অত্যন্ত স্পষ্ট যে, তারা স্বৈরাচারী শাসনের যাঁতাকালে পিষ্ট করে সাধারন মানুষকে বিএনপি ও সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও বিরোধী মতের মানুষদের বাক স্বাধীনতা কেড়ে গুম, গুপ্তহত্যা,বাসা থেকে তুলে নিয়ে নিরুদ্দেশ করাকেই রাজনৈতিক লক্ষ্য হিসাবে নিয়েছে।

তিনি আরো বলেন,রাষ্টীয় মদদে রক্তাক্ত সন্ত্রাস অভ্যাহত রাখা এখন এদেশের নিয়মে পরিনত করা হয়েছে।দেশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন বাহিনী দিয়ে গুম ‍ও অপহরনের মাধ্যমে বিরোধী দলীয় নেতাকর্মীদের অদৃশ্য করে কিছুদিন পর নালা ডোবায় লাশ ফেলে রাখা হচ্ছে।এর উপর চলছে গুম ও পুলিশী হেফাজতে হত্যার হিড়িক। সারাদেশটাই যেন এক ভয়াল বিচ্ছিন্ন দ্বীপে রুপান্তরিত হয়েছে।ভয়াবহ দু;শাসন ও নিস্ঠুরতা থেকে মুক্তি পেতে হলে দল-মত নির্বিশিষে সকল মানুষকে ঐক্যবদ্ধতার মাধ্যমে জুলুমবাজ সরকারের পতন ঘটাতে হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ৮:৩৮ অপরাহ্ণ