২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩০

শ্যামপুরে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শ্যামপুরে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টায় এ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল।
স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের শ্যামপুরের বাসা ছিল এ কর্মসূচির ভেন্যু। কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মঙ্গলবার রাত থেকেই ওই বাসার সামনে পাহারা বসায়। বিএনপির কোন কর্মসূচি পালন করা যাবে না বলে তারা সাফ জানিয়ে দেয়। মঙ্গলবার রাত থেকে বুধবার সারাদিন চারিদিক থেকে অবরুদ্ধ করে রাখা হয় সালাহউদ্দিন আহমেদের বাসা। বাসা থেকে কাউকেই বের হতে দেয়নি পুলিশ। কোন নেতা-কর্মীকেও আশেপাশে ভিড়তে দেয়া হয়নি।
এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে কর্মসূচি বাতিল করা হয় বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন।
তিনি বলেন, এক ধরনের ভীতিকর অবস্থায় তারা বাসার ভিতরে রাত কাটিয়েছেন। বিএনপির কর্মসূচি ছিল শান্তিপূর্ণ সদস্য সংগ্রহ অভিযান। কিন্তু এ কর্মসূচিকে ঘিরে পুলিশ নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে।

দৈনিকদেশজনতা/ আই-সি

 

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ৬:৩৬ অপরাহ্ণ