১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক:

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে পুলিশ সদর দফতরের সামনে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৪৮ জন আহত হয়েছে।

বুধবার হেলমান্দের রাজধানী লস্কর গাহ শহরে এ হামলার ঘটনা বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রাদেশিক পুলিশ প্রধান আবদুল গাফার সাফাই রয়টার্সকে বলেন, পুলিশ সদর দফতরে বেতন নিতে জড়ো হওয়া পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়।লস্কর গাহয়ের হাসপাতালের এক চিকিৎসক জানান, বিস্ফোরণে স্থানীয় দুই নারী, দুই সৈনিক ও এক শিশু নিহত হয়েছে। আরও ৪০ জন আহতের সঙ্গে তাদের লাশ হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন ওই চিকিৎসক।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ৬:২৭ অপরাহ্ণ