২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:২৬

সারাদেশে বন্যার পানি কমলেও বেড়েছে ৩৭ স্থানে

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে,আবার কোথাও কোথাও পানি বাড়ছে। দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৯টি পয়েন্টের পানি হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে ৩৭টি এবং ৪টি পয়েন্টের পানি অপরিবর্তিত রয়েছে। বুধবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ২৬টি পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীসমুহের পানি সমতল হ্রাস পাচ্ছে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। গঙ্গা ও সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকবে। অপরদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টায় হ্রাস পেতে পারে। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেটে ৯৮ মি.মি. সুনামগঞ্জে ৯০মি.মি. ঢাকায় ৭০ মি.মি. ভাগ্যকুলে ৬৫ মি.মি. নওগাঁয় ৬২ মি.মি. পটুয়াখালী ৬০ দশমিক ৩ মি.মি. ফরিদপুরে ৫৪ দশমিক ৫ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ৬:১৪ অপরাহ্ণ