২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে মামলা করতে সুপ্রিম কোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা একটি রিট মামলায় সম্পূর্ণ মিথ্যা ও সৃজনকৃত তথ্য জমা দেওয়ার অপরাধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দিয়েছেন। বুধবার সুপ্রিম কোর্ট থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (শিক্ষা) মো. হাফিজুর রহমানকে মামলাটি দায়ের করার নির্দেশনা দেওয়া হয়। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্য কর্মকর্তারা সম্পূর্ণ মিথ্যা ও সৃজনকৃত তথ্য আদালতে জমা দিয়েছিলো। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করলে রেজিস্ট্রার অভিযোগের সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেন। এরপর গত ৬ এপ্রিল মিথ্যা ও সৃজনকৃত তথ্য দিয়ে আদালতকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টার বিষয়টি রেজিস্ট্রারককে অবহিত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (শিক্ষা) মো. হাফিজুর রহমান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস সেই আবেদনের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার নির্দেশনা দেন।

 

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ৫:০৭ অপরাহ্ণ