৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:২৬

তানিয়া আক্তার ফেসবুক প্রেমে সর্বস্ব হারাতে বসেছে

দেশ জনতা ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০১৪ সালে শাহরিয়ার আহমেদ সাঈদের সঙ্গে পরিচয় হয় তানিয়া আক্তার তন্বীর। ফেসবুক থেকে নিজের বাসার বেডরুম। গোপনে অন্তরঙ্গ সময় কাটান তারা। গোপনীয় সেই সম্পর্কের কথা জেনে গেছে স্বজন, পাড়া, প্রতিবেশী থেকে শুরু করে চেনা-অচেনা অসংখ্য মানুষ। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী থেকে আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। গ্রেপ্তার হয়েছেনভোলা জেলার বোরহানউদ্দিন থানার টবগী দালালপুরের মৃত নুরুল ইসলামের পুত্র শাহরিয়ার আহমেদ সাঈদ ।

জানা যায়, এক বখাটে যুবকের খপ্পরে পড়ে সর্বস্ব হারাতে বসেছেন তন্বী নামে এই গৃহিণী নারী। দুই সন্তানের জননী এই নারীর রাত-দিন কাটে এখন চার দেয়ালের ভেতরে। ব্যবসায়ী স্বামীর সঙ্গে নেই স্বাভাবিক সম্পর্ক। দাম্পত্য জীবন ঝুলে আছে। ভাই-বোনরাও এড়িয়ে যেতে চান তাকে। সন্তানদের লেখাপড়ার জন্যই থাকেন রাজধানীর উত্তরায়। ব্যবসার প্রয়োজনে বেশি সময় পটুয়াখালীতেই থাকতে হয় তাকে।একদিন সাঈদের ফেসবুকের টাইমলাইনে একটি পোস্ট দেখে চমকে যান তন্বী । ফেসবুকে তন্বী ও সাঈদের অন্তরঙ্গ একটি ছবি পোস্ট দিয়ে লিখেছে ‘এভাবেই অন্তরঙ্গ ছিল। অথচ এখন প্রতারণা করছে। প্রতারক এই নারীকে এতো সহজে ছেড়ে দেবো না। আরো আছে। সবই প্রকাশ করবো। তার মুখোশ খুলে দেবো। সবাইকে জানিয়ে দেবো।’ তন্বী কি করবেন ভেবে পান না। পরিচিতজনরা নানা প্রশ্ন করে- তিনি বলেন এগুলো এডিট করা ছবি। কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না। সাঈদকে ফোনে অনুরোধ করেন, ‘দোহাই আমাকে আত্মহত্যা করতে বাধ্য করো না।’

প্রকাশ :মে ১২, ২০১৭ ১১:৪৩ পূর্বাহ্ণ