১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

পদ ছেড়ে চলে যান: সিনহাকে জাকির

নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতিকে পদ ছেড়ে চলে যেতে বলেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি জাকির হোসাইন। তিনি বলেন, ‘পদ ছেড়ে চলে যান, তা না হলে আজকের ছাত্র জনতা জাগলে আপনাকে অবশ্যই পদত্যাগ করে চলে যেতে হবে।’

মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। হল শাখা ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।

ছাত্রলীগের সেক্রেটারি বলেন, ‘আগস্ট মাস এলেই ষড়যন্ত্র শুরু হয়ে যায়। ১৯৭৫ সালের এই মাসেই আমরা জাতির জনককে হারিয়েছি। ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শেষ আলো শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। আজকে এই মাসেই প্রধান বিচারপতি ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি পহেলা আগস্ট রায় দিয়েছেন।’

আলোচনায় বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে অর্পণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে বাতিল ঘোষণা করে আপিল বিভাগ দেয়া রায়কে রাজনৈতিক রায় বলে মনে করেন জাকির হোসাইন। তিনি বলেন, ‘এটি রাজনৈতিক রায়। এতে আইনের কোনো ব্যাখ্যা নেই। রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে প্রধান বিচারপতি তার শপথ ভঙ্গ করেছেন।’

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। ছাত্রলীগকে মিলিট্যান্ট ফোর্স আখ্যায়িত করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন ও তা প্রতিষ্ঠিত করতে তোমরা বুকের তাজা রক্ত ঢেলে দিবে। তারপরও বিএনপি-জামাআতের কাছে মাথা নত করবে না।’

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না আসলে বাংলাদেশে কোনদিন রাজাকারের বিচার হতো না। হতো না বঙ্গবন্ধু হত্যার বিচারও।

আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে এমনটা জানিয়ে শেখ হাসিনাকে জয়ী করতে জনমত গঠনের জন্য তিনি তরুণ ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান।

সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ১২:০৬ অপরাহ্ণ